ঢাকা ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১ | বেটা ভার্সন

আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়

শিক্ষার্থীদের জন্য নিজস্ব বাস পরিবহন সার্ভিসের উদ্বোধন

শিক্ষার্থীদের জন্য নিজস্ব বাস পরিবহন সার্ভিসের উদ্বোধন

আহ্ছানউল্লা ইউনির্ভাসিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে শিক্ষার্থীদের জন্য নিজস্ব বাস পরিবহন সার্ভিস গত বৃহস্পতিবার উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট প্রফেসর ড. গোলাম রহমান। তিনি বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণের জন্য সব কিছু করা হবে এবং বিশ্ববিদ্যালয়ের উন্নতির জন্য সব ধরনের সহায়তা দেয়া হবে ট্রাস্টি বোর্ডের মাধ্যমে।’ এতে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মাহবুববুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. শারমিন রেজা চৌধুরী, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আশরাফুল হক।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়কে বিশ্বের দরবারে তুলে ধরতে সবাই একযোগ কাজ করবেন আশা করি।’ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. আশরাফুর রহমান। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অর্থায়নে নতুন দুটি নিজস্ব বাস সার্ভিসের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে আরো উল্লেখ করা হয়, এছবরের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ফান্ড থেকে আরো দুটি নতুন বাস ক্রয় করা হবে শিক্ষার্থীদের জন্য। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ইনচার্জ) প্রফেসর এস. এম. শফিউল আলম, ছাত্র কল্যাণ উপদেষ্টা প্রফেসর ড. শরিফুল ইসলাম, ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. মাহমুদুর রহমান, আর্কিটেকচার ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. জেসমিন আরা বেগম, বিজনেস ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. এস. এম. শফিউল আলম, বিভিন্ন বিভাহের বিভাগীয় প্রধান, অফিস প্রধান, শিক্ষক-শিক্ষার্থীরা, কর্মকর্তা-কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত