ঢাকা শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

ঢাকার নিরাপত্তা নিশ্চিতে গ্রেপ্তার ১৯৯

ঢাকার নিরাপত্তা নিশ্চিতে গ্রেপ্তার ১৯৯

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে ব্যাপক পুলিশি তৎপরতা চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টায় নগরজুড়ে ৬৬৭টি টহল টিম ও ৭১টি চেকপোস্ট পরিচালনা করেছে ডিএমপি। এ সময়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ডিএমপির ৫০টি থানা এলাকায় দুই পালায় পরিচালিত অভিযানে ৩৪০টি টহল টিম রাতে ও ৩২৭টি টিম দিনে দায়িত্ব পালন করে। এসব টিমের মধ্যে মোবাইল পেট্রোল টিম ছিল ৪৭৯টি, ফুট পেট্রোল টিম ৭৩টি এবং হোন্ডা পেট্রোল টিম ১১৫টি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত