প্রতিবাদ হোক সহিংসতার নিশ্চিত হোক নারীর মানবাধিকার এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদ রংপুর জেলা শাখা আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এবং চলমান সহিংসতা বন্ধের লক্ষ্যে মানববন্ধন সমাবেশ ও র্যালির আয়োজন করে। গতকাল সোমবার সকাল ১১টায় রংপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয় মানববন্ধন, পরে একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয় এবং জেলা প্রশাসকের নিকট বাংলাদেশ মহিলা পরিষদের পক্ষ থেকে একটি দাবিনামা পেশ করা হয়। আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবা আর লীনা, সাধারণ সম্পাদক রুম্মানা জামান, সহ সাধারণ সম্পাদক মাহমুদা চৌধুরী, লিগ্যাল এইড সম্পাদক রিতা সরকার, আন্দোলন সম্পাদক ফারজানা সরকারসহ জেলা শাখার সদস্য এবং তৃণমূলের সংগঠকরা।