রাজধানীর কারওয়ান বাজারসহ আশেপাশের এলাকার চিহ্নিত মাদক কারবারি, পেশাদার সন্ত্রাসী ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি মো. শরীফ খান ওরফে রাজনকে পিস্তলের গুলি ও ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার তেজগাঁও থানার পূর্ব তেজতুরী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে থেকে ছয় রাউন্ড পিস্তলের গুলি ও ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গতকাল বুধবার ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল রাতে রাজন তেজগাঁও থানার পূর্ব তেজতুরী বাজার এলাকার একটি বাসার ৪র্থ তলার ফ্ল্যাটে মাদকসহ অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় তেজগাঁও থানা পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় রাজনকে গ্রেপ্তার করা হয়।