চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর অবৈধ স্বর্ণের চালান জব্দ করা হয়েছে। মূলত বিমানবন্দরে ওমরা হজের একজন মোয়াল্লেমকে সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়।
তার কাছ থেকে ৫০ লাখ টাকা সমমূল্যের স্বর্ণের চালান আটক করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টায় গোপন তথ্যের ভিত্তিতে কাস্টমস গ্রীন চ্যানেল অতিক্রম করে আন্তর্জাতিক আগমনী ৩ নম্বর গেইট দিয়ে বের হওয়ার সময় এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম ওই যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণ উদ্ধার করে। আটক শাহিন আল মামুন রাঙ্গামাটির বাসিন্দা।
তার কাছে পাওয়া গেছে ২২ ক্যারেট ৪০০ গ্রাম স্বর্ণালংকার।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, অ-১২৭৭৭৮৯৩ পাসপোর্টধারী ওই মোয়াল্লেম বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর বিজি-১৩৬ ফ্লাইটযোগে জেদ্দা হতে সকাল ৮টা ৩৬ মিনিটে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছান। স্বর্ণালংকার তার হাত ব্যাগ ও প্যান্টের পকেটে বহন করছিলেন। উদ্ধারকৃত স্বর্ণালংকার বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।