
কৃষি প্রণোদনা ও কৃষিঋণ বিতরণ সহজ করার দাবি জানিয়েছে বাংলাদেশ কৃষক ঐক্য পরিষদ। গতকাল রোববার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়। তাদের দাবিগুলো হলো- আলু, পেঁয়াজ কমিশন গঠন, উপজেলাভিত্তিক কাঁচামাল সংরক্ষণাগার ও রপ্তানি কেন্দ্র স্থাপন করা। ঢাকাসহ সারা দেশে কৃষকের বাজার স্থাপন করা। কৃষি প্রণোদনা ও কৃষিঋণ বিতরণ সহজ করা ও সরকারিভাবে ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা বৃদ্ধি করা। সিন্ডিকেটমুক্ত করে উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা। কৃষিপণ্য পরিবহনে চাঁদাবাজি, টোলপ্রথা বাতিল করা ও কৃষিপণ্য পরিবহনে রেল বগি বরাদ্দ করা। কৃষকদের জন্য খাস ও পতিত জমি বরাদ্দ করাসহ কৃষকদের জন্য বিশেষ ভাতা চালু করা। সরকারিভাবে কৃষিবিমা চালু করা ও ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা। সরকারি হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৫০ শতাংশ হারে চিকিৎসা সেবা প্রদান নিশ্চিত করা (জাতীয় সংসদ, অন্যান্য জাতীয় কমিটি, জেলা ও উপজেলা পর্যায়ে মাসিক সভায় আনুপাতিকহারে কৃষক প্রতিনিধি অন্তর্ভুক্ত করা)।