জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানিয়েছেন শ্রমিক দলের নেতারা। গতকাল শুক্রবার সকালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শ্রমিক দলের কেন্দ্রীয় ও মহানগর নেতারা। শ্রদ্ধা জানানো শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুল রহমান শিমুল বিশ্বাস বলেন, ‘বাংলাদেশে শহিদ জিয়াউর রহমান ছিলেন একজন প্রকৃত শ্রমিকবান্ধব নেতা। আমরা তাকে দেশের শ্রেষ্ঠ শ্রমিক হিসেবেই বিবেচনা করি।’ তিনি আরও বলেন, গতকালের শ্রমিক সমাবেশ যে উদ্দীপনা ও আন্তরিকতার সঙ্গে পালন করা হয়েছে, তা আমাদের আন্দোলনের শক্তি বৃদ্ধি করেছে। দেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার যেমন, যানবাহনের নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় বিএনপি সবসময় সোচ্চার থাকবে। সাংবাদিকদের শিমুল বিশ্বাস ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আপনাদের আন্তরিক সহযোগিতা বিএনপির গণতান্ত্রিক সংগ্রামের অংশ।’
এ সময় অন্যান্যদের মধ্যে জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনজুরুল ইসলাম, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শাহ আলম রাজা, যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক সুমন ভুঁইয়া, যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম আউয়াল এবং সদস্য সচিব বদরুল আলম সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন।