ঢাকা শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

মোহাম্মদপুরে পুলিশের অভিযানে গ্রেপ্তার আট

মোহাম্মদপুরে পুলিশের অভিযানে গ্রেপ্তার আট

রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় দিনব্যাপী সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট আট জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা পুলিশ।

গতকাল শুক্রবার ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) একেএম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।

গত বৃহস্পতিবার মোহাম্মদপুরের অপরাধপ্রবণ এলাকাগুলোতে দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মেহেদী হাসান বলেন, গত বৃহস্পতিবার দিনব্যাপী মোহাম্মদপুর থানা পুলিশ কর্তৃক সাঁড়াশি অভিযানে বিভিন্ন পয়েন্ট থেকে মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- খোকন ফরাজি, রাব্বি, আরমান, রাজু আহমেদ রুমান, খোকন, মুন্না মাসুম, সাদ্দাম ও সানি।

এদের মধ্যে চুরির মামলায় ৩ জন, দ্রুত বিচার আইনে ১ জন, ডিএমপি মামলায় ১ জন, ওয়ারেন্টভুক্ত ২ জন ও অন্যান্য অপরাধে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত