ঢাকা রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

অনলাইনে ও অফলাইনে আওয়ামী প্রোপাগান্ডা মেশিন সক্রিয় : ফুয়াদ

অনলাইনে ও অফলাইনে আওয়ামী প্রোপাগান্ডা মেশিন সক্রিয় : ফুয়াদ

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, অনলাইন ও অফলাইনে আওয়ামী লীগের একটি সক্রিয় প্রোপাগান্ডা মেশিন কাজ করছে। তারা পরিকল্পিতভাবে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে বিভ্রান্তি ও সংঘাত সৃষ্টির চেষ্টা করছে। গতকাল বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী ও বরিশাল বিভাগের উন্নয়ন কার্যক্রম বিষয়ে আয়োজিত নাগরিক সমাবেশ ও সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ফুয়াদ অভিযোগ করেন, প্রোপাগান্ডা মেশিন বিএনপি ও এনসিপির কর্মীদের মধ্যে উত্তেজনা তৈরি করছে। সামান্য ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ছে, যা কখনও কখনও সংঘর্ষেও রূপ নিচ্ছে। তিনি বলেন, ‘গণঅভ্যুত্থানের পক্ষে থাকা রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে বিভাজন আমরা চাই না। দেশের জনগণ চায়, আওয়ামী লীগ ও দিল্লি নিরপেক্ষ একটি রাজনৈতিক ঐক্য। তবে এই ঐক্যে মতপার্থক্য থাকবে, থাকবে সমালোচনাও- কিন্তু তা হতে হবে সম্মান বজায় রেখে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত