
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক গত মঙ্গলবার শরীয়তপুর ও মাদারীপুরের বিভিন্ন ইউনিট পরিদর্শনকালে অত্র বাহিনীর ‘প্রান্তিক শক্তি’ ও ‘সঞ্জীবনী প্রজেক্ট’ নামক নতুন কর্মসূচির তাৎপর্য তুলে ধরেন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন এই কর্মসূচি সুবিধাবঞ্চিত সদস্যদের প্লাটুন সংগঠনকেন্দ্রিক কৃষি ও অকৃষি ক্ষুদ্র উদ্যোগ ও বিনিয়োগ কার্যক্রমকে প্রান্তিক পর্যায়ে জীবিকা উন্নয়নে নতুন ধারার সূচনা করবে। আনসার ওয়েলফেয়ার ট্রাস্ট ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের অর্থায়নে পরিচালিত এ কর্মসূচি এসডিজি লক্ষ্য অর্জনে বাহিনীর প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখবে। মহাপরিচালক শরীয়তপুর সদর উপজেলায় অবস্থিত আড়িগাঁও আনসার ভিডিপি ক্লাব-সমিতি এবং মাদারীপুর আনসার ব্যাটালিয়ন পরিদর্শন করেন। মাদারীপুর আনসার ব্যাটালিয়নে আয়োজিত মতবিনিময় সভায় মহাপরিচালক উপস্থিত কর্মকর্তা, কর্মচারী ও সিপাহীদের প্রতি নিজ নিজ দায়িত্ব-কর্তব্য এবং মাটি ও মানুষের উন্নয়নে নিবেদিতপ্রাণ আনসার বাহিনীর কর্মপন্থা সম্পর্কে বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী যুগোপযোগী এবং আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা এবং সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নিজ দায়িত্ব পরিধিকে অগ্রাধিকার দিতে হবে; ব্যক্তিগত স্বার্থ ও লক্ষ্যহীনতা নয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি