ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

অটোরিকশা চালককে হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড

অটোরিকশা চালককে হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অটোরিকশা চালক জামান হোসেন হত্যার ঘটনায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

একই মামলায় আরও একজনকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ এ রায় দেন। রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা উপস্থিত ছিলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- আড়াইহাজারের বাগদী গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে আক্তার হোসেন (৩০), একই গ্রামের মৃত আহমদ আলীর ছেলে মো. বাদশা (৩৫) ও নাগের চরের মো. আহাদ আলীর ছেলে মো. সাইফুল ইসলাম (৩৭)।

১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত হলেন- আজগর। খালাসপ্রাপ্ত হলেন- জাহিদুল ইসলাম। ভুক্তভোগী অটোরিকশা চালক জামান উপজেলার ফতেহপুর ইউনিয়নের বগাদি গ্রামের শফিউদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করে আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান বলেন, ‘অটোরিকশা চালক হত্যার ঘটনায় পাঁচজন আসামির মধ্যে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত এবং আজগর নামে এক আসামিকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া অপর আসামি জাহিদুল ইসলামকে খালাস দিয়েছেন আদালত।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত