ঢাকা রোববার, ১৫ জুন ২০২৫, ১ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

জ্বালানি তেলের মূল্য কমায় বাস ভাড়া কমানোর দাবি

জ্বালানি তেলের মূল্য কমায় বাস ভাড়া কমানোর দাবি

কয়েক দফা জ্বালানি তেলের দাম কমানোর সংখ্যানুপাতে বাস ও অন্যান্য গণপরিবহনের ভাড়া কমানোর দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। গতকাল রোববার গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে এই দাবি জানান সংগঠনটির নব-নির্বাচিত কার্যকরী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জকরিয়া ও মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।

বিবৃতিতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এখন নিম্নমুখী, তাই দেশের বাজারে প্রতি মাসেই জ্বালানি তেলের দাম কমছে। সরকার কখনো ১ টাকা কখনো ৩ টাকা হারে দাম কমানোর কারণে বাসের ভাড়া কমানোর ক্ষেত্রে গড়িমসি করায় দেশের সাধারণ মানুষ জ্বালানির দাম কমানোর সুফল থেকে বঞ্চিত। অন্যদিকে জ্বালানির মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গে সরকারে বাস ভাড়া বাড়ানোর তোয়াক্কা না করেই বাস মালিকরা নিজ থেকে ভাড়া বাড়িয়ে দেন। কিন্তু ভাড়া কমানোর ক্ষেত্রে তারা নানান অজুহাত খুঁজতে থাকেন। ফলে দেশের গণপরিবহনে সরকারের নির্ধারণ করা ভাড়া আর মাঠে আদায় করা বাস ভাড়ায় বিরাট ফারাক গড়ে উঠেছে। অন্যদিকে সরকারের নির্ধারণ কমিটিতে যাত্রীসাধারণের কোনো প্রতিনিধিত্ব না রাখায় দেশের যাত্রীসাধারণ এই ক্ষেত্রে অন্ধকারে থাকেন। বিবৃতিতে যাত্রী কল্যাণ সমিতির নেতারা বাস ও অন্যান্য গণপরিবহনের ভাড়া নির্ধারণে মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের নেতাদের পাশাপাশি যাত্রী কল্যাণ সমিতির প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে বাস ও অন্যান্য গণপরিবহনের ভাড়া বাড়ানো ও কমানোর পূর্ণাঙ্গ তালিকা বাস মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের পাশাপাশি যাত্রী কল্যাণ সমিতিকেও দেওয়ার দাবি জানান। এদিকে এর আগে গত শনিবার দেশের বাজারে ফের কমেছে জ্বালানির দাম। প্রতি লিটার ডিজেলের দাম লিটারে ২ টাকা এবং পেট্রোল ও অকটেনের দাম লিটারে ৩ টাকা কমানো হয়েছে। নতুন এ দাম গতকাল রোববার দিনগত মধ্যরাত থেকে কার্যকর হয়। তবে দাম নির্ধারণের নতুন ফর্মুলা অনুযায়ী কেরোসিনের দাম লিটারে ১০ টাকা বেড়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে নতুন দরের বিষয়টি জানানো হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত