ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

ইউনানি-আয়ুর্বেদিক শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

ইউনানি-আয়ুর্বেদিক শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষা অর্ডিন্যান্স জারি এবং কাউন্সিল গঠনের একদফা দাবিতে স্বাস্থ্য অধিদপ্তরে গতকাল চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ এবং হামদর্দ ইউনানি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে এ কর্মসূচি পালন করেন তাঁরা। এ সময় দুই মেডিকেলের প্রায় ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক উপস্থিত ছিলেন। অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থী আহসান হাবীব বলেন, ১৯৯৬ সালের নীতিমালা অনুসারে স্বাস্থ্য অধিদপ্তর অস্থায়ী কাউন্সিল হিসেবে বিএএমএস ও বিইউএমএস চিকিৎসকদের রেজিস্ট্রেশন প্রদান করবে এবং বিএমডিসির আদলে একটি পৃথক কাউন্সিল গঠনের জন্য বলা হয়। কিন্তু আজ ২৯ বছর পার হওয়ার পরও কাউন্সিল গঠিত হয়নি। এতে চিকিৎসকেরা পেশাগত জীবনে বিভিন্ন সমস্যায় পড়ছেন। শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন। আইন ও কাউন্সিল ছাড়া আন্দোলন থামবে না। দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা। গত ৩০ জুন থেকে ক্যাম্পাসে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এরপর ৭ জুলাই থেকে পৃথক আইন প্রণয়ন করে কাউন্সিল গঠনের দাবিতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন তাঁরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত