চলমান ভোটার তালিকা হালনাগাদে ভোটার হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। তার তথ্য সংগ্রহ করেছে নির্বাচন কমিশন। গতকাল সোমবার ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এই তথ্য নিশ্চিত করেন। ইসি সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সদ্য সমাপ্ত বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ কার্যক্রমে জুবাইদা রহমানের তথ্য সংগ্রহ করা হয়েছে। ঢাকায় ভোটার হিসেবে নিবন্ধনের জন্য গত ঈদুল আজহার আগে তার ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। তিনি ভোটার হয়েছেন গুলশানের ঠিকানায় আর স্থায়ী ঠিকানা ধানমন্ডির। এছাড়া তিনি তার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) উন্নতমানের স্মার্ট কার্ডও গ্রহণ করেছেন। কর্মকর্তারা জানান, তথ্য সংগ্রহ ও নিবন্ধন কার্যক্রম হলেও চূড়ান্ত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত হয় পুরো হালনাগাদ কার্যক্রম শেষ হওয়ার পর।
জানা যায়, ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর লন্ডন যান তারেক-জুবাইদা দম্পতি। এরপর তারা দেশে আসেননি, ভোটারও হননি। গত ৬মে বিএনপির চেযারপারসন খালেদা জিয়ার চিকিৎসা শেষে তার সঙ্গে প্রায় ১৭ বছর পর দেশে আসেন জুবাইদা রহমান।