ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

শ্রম ভবনে অবরুদ্ধ কারখানার মালিক

আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা
শ্রম ভবনে অবরুদ্ধ কারখানার মালিক

বকেয়া বেতন ও বোনাসের টাকা পরিশোধে উদ্যোগ না নেওয়ায় রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে মালিকপক্ষকে অবরুদ্ধ করে বিক্ষোভ করছেন কয়েকশ শ্রমিক। তারা গাজীপুরের সিজন্স ড্রেসেস কারখানায় কর্মরত। সরজমিন দেখা গেছে, ভবনের সামনের ফটকে ও আশপাশের সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন শ্রমিকরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত সেখান থেকে সরবেন না বলে জানান তারা। সকাল ১০টার পর থেকেই বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন হাওলাদার সেখানে উপস্থিত ছিলেন। তিনি বলেন, মালিকপক্ষের কাছে ১ হাজার ২০০ শ্রমিকের দুই মাসের ৫ কোটি টাকার বেশি বকেয়া। এর মধ্যে দুটি বোনাসের টাকাও রয়েছে। আর যদি কারখানা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়, তাহলে এর পরিমাণ ২০ কোটি টাকার মতো হবে। তিনি বলেন, গত ১৬ জুনের সিদ্ধান্ত অনুযায়ী আজ সকাল ১০টায় শ্রম ভবনে মালিক, শ্রমিক ও প্রশাসনের ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা ছিল। আমাদের শ্রমিক প্রতিনিধিরা যথা সময়ে উপস্থিত হলেও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কেউ ছিলেন না। শুধু শিল্প পুলিশের প্রতিনিধি ও কলকারখানা অধিদপ্তরের মহাপরিচালক ছিলেন। আর কারখানা মালিকদের চার জনের মধ্যে শুধু একজন এসেছেন। যেই ব্যাংকের কাছে কারখানার মর্গেজ সেই ব্যাংকের কোনো প্রতিনিধিও আসেননি। কথা ছিল ব্যাংক প্রতিনিধি থাকবেন। এরই মধ্যে মালিকদের একটি পক্ষ শ্রমিকদের পাওনা পরিশোধে অপারগতা প্রকাশ করেন। তাই আমরা বৈঠক বয়কট করে আন্দোলনে নেমেছি।

অন্যদিকে পাশাপাশি এলাকার আরেকটি কারখানা তারাটেক্স ফ্যাসনের কর্মীদের দাবি আংশিক মেনে নেওয়ায় তারা সরে গেছেন বলে জানা গেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত