ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে কাফনের কাপড় পরে মিছিল

শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে কাফনের কাপড় পরে মিছিল

স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষকরা। গতকাল সোমবার বিকাল সাড়ে ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মিছিল শুরু হয়। পরে মিছিলটি কদম ফোয়ারা এবং পুরান পল্টন মোড় ঘুরে আবার প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। গত ২১ জুন জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে ‘সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ’-এর ব্যানারে শিক্ষকদের অবস্থান কর্মসূচি শুরু হয়। সরেজমিন দেখা যায়, প্রায় এক হাজার শিক্ষক মিছিলে অংশগ্রহণ করেছেন। যাদের অধিকাংশই কাফনের কাপড় পরেছেন। ‘দাবি মোদের একটাই, শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও চাই’, ‘এক দেশে দুই নীতি, মানি না মানব না’, ‘এমপিও না দিলে, ঘরে ফিরে যাব না’, ‘ভাত দে, না হলে বিষ দে’, ‘নারারে তাকবির, আল্লাহু আকবার’, ‘এমপিও না দিলে, প্রেসক্লাব ছাড়ব না’, ‘এমপিও না দিলে, সচিবালয় ছাড়বো না’ মিছিলে এসব স্লোগান দেন শিক্ষকেরা। মিছিল শেষে ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ সেলিম মিয়া বলেন, ‘ফেব্রুয়ারি-মার্চ মাসে টানা ১৭ দিনের আন্দোলন চলাকালে ১১ মার্চ আমাদের সাত সদস্যের শিক্ষক প্রতিনিধি দলকে সচিবালয়ে আমন্ত্রণ জানানো হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত