মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ৬ষ্ঠ পর্যায় শীর্ষক প্রকল্পের প্রধান কার্যালয়ের আওতায় জাতীয় কর্মশালা গতকাল বিশ্বসাহিত্য কেন্দ্র, বাংলামোটর, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, মু: আ: আউয়াল হাওলাদার, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ভাইস-চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদার এবং সচিব দেবেন্দ্র নাথ উরাও, অনুষ্ঠানের শুরুতে উপ-প্রকল্প পরিচালক নিত্য প্রকাশ বিশ্বাস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশনের মাধ্যমে প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ড. শ্রীকান্ত কুমার চন্দ, প্রকল্প পরিচালক, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ৬ণ্ঠ পর্যায়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি