ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু রোগীর মৃত্যু

রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু রোগীর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  কবির হোসেন নামের এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। গতকাল সকালে হাসপাতালের ডেঙ্গু সংক্রান্ত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মৃত কবির হোসেনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায়। 

রাজশাহী মেডিকেল কলেজের মুখপাত্র ডাঃ শংকর কে বিশ্বাস জানান, গত ১৯ জুন হাসপাতালে ভর্তি করা হয় কবির হোসেনকে। শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার সকালে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি মারা যান। চলতি মৌসুমে মোট ৭৫ জন ডেঙ্গু রোগী রয়েছি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ৬৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে ৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত