ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

দ্রুতই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি হবে

দ্রুতই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি হবে

রাজধানীর সরকারি সাত কলেজকে নিয়ে প্রস্তাবিত স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়, ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠার অধ্যাদেশ দ্রুতই প্রকাশ করা হবে। গত মঙ্গলবার শিক্ষার্থীদের সঙ্গে আয়োজিত এক সভায় ইউজিসি এ তথ্য জানিয়েছে। ইউজিসি জানায়, চলতি মাসের শেষদিকে অথবা জুলাইয়ের প্রথম সপ্তাহে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। একই সঙ্গে খুব শিগগিরই জারি করা হবে নতুন বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত অধ্যাদেশ।

শিক্ষার্থীরা ইউজিসির কাছে একটি বিশেষ আবদার জানায়, ৫ আগস্ট, যেদিন ২০২৪ সালের ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থান হয়েছিল, সেদিনই যেন প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। ইউজিসি বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দিয়েছে। সভায় উপস্থিত সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী মো. আবির হাসান অভি জানান, ইউজিসির এই সভায় চারটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এগুলো হলো- ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি, বিশ্ববিদ্যালয়ের রূপরেখা ও লোগো নির্বাচন, পরীক্ষার ফলাফল প্রকাশ এবং রিটেকের সুযোগ। ইউজিসি জানিয়েছে, আগামী জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য ও বিশ্ববিদ্যালয়ের কাঠামো উপস্থাপন করা হবে। লোগো নির্বাচনের বিষয়েও দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে। আগামী ১-২ সপ্তাহের মধ্যে শিক্ষার্থীদের ইউজিসিতে আমন্ত্রণ জানিয়ে এই প্রক্রিয়া শুরু হবে, যেখানে শিক্ষার্থীদের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে লোগো চূড়ান্ত করা হবে। সভায় প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত অধ্যাদেশ জারি ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। ইউজিসি শিক্ষার্থীদের আশ্বস্ত করেছে যে, দ্রুত সময়ের মধ্যেই রাষ্ট্রপতির সম্মতিতে অধ্যাদেশ প্রকাশ করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত