দক্ষিণ এশীয় অঞ্চলের উচ্চশিক্ষা সহযোগিতা জোরদারে ঢাকায় তিন দিনের আঞ্চলিক সম্মেলন আয়োজন করছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। সার্কভুক্ত আটটি দেশের অংশগ্রহণে অনুষ্ঠেয় এ আন্তর্জাতিক সম্মেলনের প্রস্তুতি নিতে স্টিয়ারিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে গত বুধবার। ইউজিসির নিজস্ব কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এসএমএ ফায়েজ। সভায় অংশ নেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, ইউজিসি সচিব ড. ফখরুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব মো. সাইদুর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক লোকমান হোসেন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মু. বিল্লাল হোসেন খান, হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের পরিচালক প্রফেসর ড. আসাদুজ্জামান এবং বিশ্ব ব্যাংকের সিনিয়র এডুকেশন অ্যাডভাইজার ড. মো. মাহমুদণ্ডউল-হকসহ ইউজিসি ও হিট প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তা ও পরামর্শকরা। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি