‘সবুজে ঢাকা, সুস্থ নগর’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবেশ সংরক্ষণ ও সবুজ নগর গঠনের লক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) গৃহীত ৩ মাসের বনায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে পূর্বাচল নতুন শহরের হারারবাড়ি চত্বরে ডিএনসিসি’র উদ্যোগে এ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
এতে সভাপতিত্ব করেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ উপদেষ্টা বলেন, শহরের ইকো সিস্টেম একবার নষ্ট হলে, তা পুনর্গঠন কঠিন হয়ে পড়ে। তাই আমাদের শহরের প্রতিবেশ রক্ষায় আন্তরিকভাবে কাজ করতে হবে। ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ঢাকার পরিবেশগত ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ হ্রাস ও জনস্বাস্থ্যের উন্নয়নের লক্ষ্যে, ডিএনসিসি ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন করছে। এই বর্ষা মৌসুমে ৩ থেকে ৫ লাখ গাছ লাগানোর লক্ষ্য নেওয়া হয়েছে। ভবিষ্যতের নগর উন্নয়নে ডিএনসিসি’র পরিকল্পনায় রয়েছে ১২০ কিলোমিটার মিডিয়ান ও ১০৮ কিলোমিটার খালপাড়ে দেশীয় প্রজাতির বৃক্ষ রোপণ। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি