ঢাকা বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

ভবন থেকে পড়ে নারীর মৃত্যু

ভবন থেকে পড়ে নারীর মৃত্যু

রাজধানীর দক্ষিণখান এলাকার একটি ভবনের ছাদ থেকে নিচে পড়ে মোসাম্মৎ জান্নাত (২০) নামের এক নারী মারা গেছেন। ভবনটিতে থাকা নূরানী ট্রেনিং সেন্টারে মাদ্রাসার শিক্ষকতার জন্য আবাসিক প্রশিক্ষণ নিতে জান্নাত এসেছিলেন বলে জানান প্রশিক্ষণকেন্দ্রটির শিক্ষক আদনান মাহমুদ। আদনান মাহমুদ গতকাল শুক্রবার সকালে বলেন, বৃহস্পতিবার রাত দশটার দিকে জান্নাত ভবনের ছাদে যান। কী কারণে ছাদে যান, সে ব্যাপারে তিনি কিছু জানেন না। একপর্যায়ে তিনি ভবনের ছাদ থেকে নিচে পড়ে যান। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক বলেন, এই নারীকে জরুরি বিভাগে আনার পর পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত