চট্টগ্রামে ‘সন্ত্রাসী’ সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের অন্যতম সহযোগী খোরশেদ আলমকে গ্রেপ্তার করেছে র্যাব। গত বৃহস্পতিবার রাতে জেলার রাউজানের পাহাড়তলী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন নিশ্চিত করেছেন। র্যাব কর্মকর্তা এ আর এম মোজাফফর হোসেন গতকাল শুক্রবার দুপুরে বলেন, সন্ত্রাসী খোরশেদ আলমের বিরুদ্ধে গত ২৯ মার্চ বাকলিয়া এক্সেস রোডে প্রাইভেট কারে গুলি করে জোড়া খুনের মামলা, ২৩ মে পতেঙ্গায় সন্ত্রাসী ঢাকাইয়া আকবরকে গুলি করে খুনের মামলা, চান্দগাঁওয়ের আফতাব খুনের মামলাসহ পাঁচটি মামলা রয়েছে।
গোপন তথ্যের ভিত্তিতে খোরশেদকে গ্রেপ্তার করা সম্ভব হয়। তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। গত ১৫ মার্চ ঢাকার একটি শপিং মল থেকে সাজ্জাদকে স্থানীয় লোকজন আটক করে পুলিশে দেয়। তাঁর বিরুদ্ধে ১৭টি মামলা হয়েছে। ছোট সাজ্জাদ বিদেশে পলাতক ৮ খুনের মামলায় আসামি সাজ্জাদ আলীর ডানহাত হিসেবে পরিচিত।