নারায়ণগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির (২০২৫-২০২৭) নির্বাচনে মাসুদ-পন্টি প্যানেল বিজয়ী হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় নির্বাচন কমিশন এই ফলাফল ঘোষণা করে। নির্বাচনে প্রেসক্লাবের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আমার দেশ পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি আবু সাউদ মাসুদ, সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বেসরকারি টিভি চ্যানেল এনটিভি ও মানবজমিনের জেলা প্রতিনিধি বিল্লাল হোসেন রবিন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশনের জেলা প্রতিনিধি আফজাল হোসেন পন্টি। এছাড়াও যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন চ্যানেল ২৪-এর জেলা প্রতিনিধি আহসান সাদিক শাওন, মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি আনিসুর রহমান জুয়েল এবং আমাদের সময় পত্রিকার স্টাফ রিপোর্টার লুৎফর রহমান কাকন। কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন দৈনিক শীতলক্ষ্যা পত্রিকার সম্পাদক আরিফ আলম দিপু, সিনিয়র সাংবাদিক মাহফুজুর রহমান, নিউ এইজ পত্রিকার জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম জীবন, এটিএন নিউজের জেলা প্রতিনিধি আব্দুস সালাম এবং দৈনিক সংবাদ বাংলাদেশের মুখপাত্র প্রণব কৃষ্ণ রায়। উল্লেখ্য, গত শুক্রবার সকাল ১১ টা থেকে ১টা পর্যন্ত ক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। দুপুর ২টা থেকে বিকেল ৫টা প্রেস ক্লাব ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৭৯ জন ভোটারের মধ্যে ৭৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৭টি ভোট বাতিল হয়েছে। ভোট গণনা শেষে নির্বাচন কমিশনের চেয়ারম্যান প্রবীর কুমার সাহা ফলাফল ঘোষণা করেন।