সরকারি প্রতিষ্ঠানের জন্য নির্ধারিত ই-গভর্নেন্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়নে অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ক্যাটাগরিতে ২০২৩-২৪ অর্থ বছরে প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি)। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি) কর্তৃক এ পুরস্কার প্রদান করা হয়। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল মান্নানের হাতে এ পুরস্কার তুলে দেন। এফআইডি সচিব জনাব নাজমা মোবারেকসহ এ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি