আষাঢ়ের তৃতীয় সপ্তাহে এসে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের তিন বিভাগে ভারি বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। অতি ভারি বৃষ্টিতে চট্টগ্রামের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনার কথাও জানিয়েছে অধিদপ্তর। আবহাওয়ার এক সতর্কবার্তায় বলা হয়, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয়তার কারণে চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে। ভূমিধসের সম্ভাবনার সঙ্গে চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে বলে সতর্ক করা হয় ওই বার্তায়। আগামী এক সপ্তাহ সারাদেশে কম-বেশি বৃষ্টি থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ওমর ফারুক।