নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ও জেলা প্রশাসনের উদ্যোগে নারায়ণগঞ্জ সদর উপজেলার জালকুড়ি বাসস্ট্যান্ড হতে দশ পাইপ সড়ক, জালকুড়ি ডিএনডি খাল সংলগ্ন রাস্তা ও ফকির রোডে ১ হাজার ৫০০ বৃক্ষ রোপণের মাধ্যমে কার্যক্রম শুরু হয়েছে। আগামী ১০ জুলাই পর্যন্ত প্রতিদিন এ কার্যক্রম চলমান থাকবে। গতকাল সকাল সাড়ে ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষ রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ। এসময় তিনি একটি পলাশ গাছের চারা রোপণ করেন। অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক বলেন, ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলায় ১ লাখ বৃক্ষ রোপণ কার্যক্রম শিগগিরই সফলভাবে সমাপ্ত হবে। একইসাথে ক্লিন কার্যক্রমের অংশ হিসেবে বর্জ্য ব্যবস্থাপনা ও জেলার বড় খালগুলো পরিষ্কার করে জলাবদ্ধতা নিরসনের জন্য পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম চলমান আছে। আশা করা যায় খুব তাড়াতাড়ি নারায়ণগঞ্জবাসী এর সুফল ভোগ করবে। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ) মো. আব্দুল ওয়ারেছ আনসারী, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর আলম, সিদ্ধিরগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি), নারায়ণগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি), ফতুল্লা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ উপজেলার সব কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া এ কার্যক্রমের সাথে আরও যুক্ত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের বাংলা সমাজকল্যাণ সংস্থা, ভূইঘর সোনালি সংসদ, পরিবর্তন সমাজকল্যাণ সংস্থা, মাদার ওয়েলফেয়ার ও প্রভারটি অ্যান্ড গ্রিন মুভমেন্ট।