এইচএসসি পরীক্ষার চতুর্থ দিনে নকলের অভিযোগে ৪৩ পরীক্ষার্থী ও ৪ শিক্ষককে (কক্ষ পরিদর্শক) বহিষ্কার করা হয়েছে। গতকাল দেশের বিভিন্ন বোর্ডের আওতায় অনুষ্ঠিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ইংরেজি প্রথম পত্র এবং হিসাববিজ্ঞান, রসায়ন ও অর্থনীতি বিষয়ের পরীক্ষায় এই বহিষ্কারের ঘটনা ঘটে। এদিনের পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ২৪ হাজার ৩০৩ জন শিক্ষার্থী।
শিক্ষা বোর্ডগুলোর পাঠানো পরীক্ষাসংক্রান্ত প্রতিবেদনের ভিত্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। জানা গেছে, গতকাল ৯টি বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে প্রায় ১৭ হাজার ৪১৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। মাদ্রাসা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় অনুপস্থিত ছিল ৪ হাজার ৮৮৯ জন। এছাড়া, কারিগরি বোর্ডের অধীনে অনুষ্ঠিত হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ-২, রসায়ন-২ এবং অর্থনীতি পরীক্ষায় অনুপস্থিত ছিল ১ হাজার ৯৯৮ জন।
পরিসংখ্যান পর্যালোচনা করে দেখা গেছে, পরীক্ষায় সবচেয়ে বেশি অনুপস্থিত ছিল রাজশাহী বোর্ডে—২ হাজার ৩২৯ জন (১ দশমিক ৯৪ শতাংশ)। অন্যদিকে অনুপস্থিতির সর্বোচ্চ শতকরা হার ছিল যশোর বোর্ডে, যেখানে ২ দশমিক ৩০ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি। ঢাকা বোর্ডে পরীক্ষায় অংশ নেয় ২ লাখ ৬৮ হাজার ৭৫২ জন, অনুপস্থিত ছিল ৪ হাজার ৪৬৫ জন, যা ১ দশমিক ৬৩ শতাংশ।