দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোর ব্র্যান্ড, মার্কেটিং ও কমিউনিকেশন খাতে উদ্ভাবনী সল্যুশন দেওয়া অ্যাডকম লিমিটেড তাদের ৫১ বছর উদযাপন করছে। ১৯৭৪ সালে গীতিআরা সাফিয়া চৌধুরীর হাত ধরে মাত্র ৬ সদস্য নিয়ে যাত্রা শুরু হওয়া অ্যাডকম একাধিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, যা দেশের শীর্ষস্থানীয় প্রায় সব ব্র্যান্ডকে আধুনিক ও রেজাল্ট-ওরিয়েন্টেড বিপণন এবং বিজ্ঞাপন সেবা প্রদান করে আসছে। বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় বিজ্ঞাপন সংস্থা হিসেবে অ্যাডকমের এই পথচলা ছিল সহযোগিতা, ক্রিয়েটিভিটি এবং নতুন উদ্ভাবনী আইডিয়াতে পরিপূর্ণ। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা গীতিআরা সাফিয়া চৌধুরী বলেন, ‘এই যাত্রা কেবল অ্যাডকমের নয়, আমাদের সবার যেখানে আমরা একসঙ্গে শিখেছি, একসঙ্গে বেড়ে উঠেছি এবং স্বপ্ন দেখেছি আগামী দিনের। আমাদের ‘একান্নবর্তী’ অ্যাডকম পরিবার হিসেবে আমরা আমাদের সব পার্টনারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি