ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেছেন, ‘প্রশাসনিক স্বচ্ছতা ও দক্ষ আর্থিক ব্যবস্থাপনা বিশ্ববিদ্যালয়ের অন্যতম চালিকাশক্তি। আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সীমিত সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করতে হবে। আর্থিক শৃঙ্খলা ও প্রশাসনিক স্বচ্ছতার জন্য বাজেট প্রণয়ন, সরকারি ক্রয় প্রক্রিয়ার প্রতিটি ধাপেই দায়িত্বশীলতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডুয়েটের উন্নয়ন ও অগ্রযাত্রা নিশ্চিত করতে হলে আমাদের সকল পর্যায়ে পূর্বের অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে দক্ষতা ও সময়ানুবর্তিতা মেনে সব কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে। প্রযুক্তিনির্ভর জ্ঞান, বিধি-বিধান চর্চা এবং মানবিক নেতৃত্বের সমন্বয়ে আমরা যদি কাজ করি, তবে বিদ্যমান চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে অগ্রসর হওয়া যাবে।’ গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের পুরাতন একাডেমিক ভবনের ৩১১ নং সেমিনার কক্ষে অনুষ্ঠিত ‘ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট : বাজেট অ্যান্ড প্রকিউরমেন্ট’ বিষয়ক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি