সিলেটের জেলা প্রশাসকের অপসারণ, পাথর কোয়ারি খুলে দেওয়া ও শ্রমিক হয়রানি বন্ধের দাবিতে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট সাময়িক স্থগিত করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে সোয়া ১টার দিকে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে স্থগিতের ঘোষণা দেন সিলেট জেলা সড়ক পরিবহন বাস-মিনিবাস, কোচণ্ডমাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম। তিনি বলেন, আমরা ৬ দফা দাবি নিয়ে একটি কর্মবিরতি দিয়েছিলাম। বাংলাদেশ সড়ক মালিক সমিতি, বাংলাদেশ সড়ক শ্রমিক পরিবহন ফেডারেশনের সুপারিশ ও সিলেটের বিভিন্ন রাজনৈতিক নেতাদের সুপারিশে আমরা কর্মবিরতি স্থগিত করেছি।