আগামী ১০ জুলাই দেশের ১১টি শিক্ষা বোর্ডের (ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড) এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৫-এর ফলাফল প্রকাশ হতে যাচ্ছে। উক্ত ফলাফল প্রকাশে কারিগরি সহায়তা প্রদান করছে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেড। শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডসমূহের ওয়েবসাইট, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান এবং SMS -এর মাধ্যমে তাদের ফলাফল জানতে পারবে। যেকোনো মোবাইলে SMS -এর মাধ্যমে ফলাফল পাওয়ার পদ্ধতিঃ SSC Board Name (First 3 letters)RollYear লিখে পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নাম্বারে। উল্লেখ্য বোর্ডের নামের প্রথম তিন অক্ষরের ক্ষেত্রে বাংলাদেশ মাদ্রাসা বোর্ডের জন্য Mad এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের জন্য Tec লিখতে হবে। শুধু টেলিটক মোবাইলের মাধ্যমে ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা যাবে। আবেদন করার নিয়মঃ RSC Board Name (First 3 letters)RollSubject Code লিখে পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নাম্বারে। একাধিক Subject Code Type এর ক্ষেত্রে কমা (,) ব্যবহার করতে হবে, যেমন- ১০১,১০২,১০৩।