ঢাকা শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

বরিশাল-ভোলা মহাসড়ক অবরোধ ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের

বরিশাল-ভোলা মহাসড়ক অবরোধ ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের

বৃষ্টি উপেক্ষা করে বরিশাল-ভোলা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। গতকাল বুধবার সকাল থেকে সদর উপজেলার সাহেবেরহাট এলাকায় ক্যাম্পাস-সংলগ্ন সড়কের ওপরে কয়েকশ শিক্ষার্থী অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করেন। এতে বরিশাল-ভোলা সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনকারী শিক্ষার্থী ইএইচ ইরান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধির্ভুক্ত কাঠামো বাতিল করে বিআইটি আদলে স্বতন্ত্রতা নিশ্চিতের একদফা দাবিতে আমরা দীর্ঘদিন আন্দোলন করে আসছি। পূর্ব ঘোষণা অনুযায়ী ক্যাম্পাস-সংলগ্ন বরিশাল-ভোলা সড়ক অবরোধ করেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। বেলা ২টার দিকে ইরান বলেন, অবরোধ তুলে নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনী তাদের আল্টিমেটাম দিয়েছে। কলেজ অধ্যক্ষর উপস্থিতিতে আন্দোলনকারী ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে আলোচনা চলছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত