ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

পুরান ঢাকার রাস্তাঘাট সংস্কারের দাবিতে মানববন্ধন

পুরান ঢাকার রাস্তাঘাট সংস্কারের দাবিতে মানববন্ধন

পুরান ঢাকার সূত্রাপুর মৌজায় দীর্ঘ ১৪ বছর যাবৎ খাসমহলের নামে খাজনা প্রদানে ভূমি মন্ত্রণালয়ের অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অবহেলা ও উদাসীনতার কারণে গেন্ডারিয়ার লোহারপুল তথা জহির রায়হান নাট্য মঞ্চ থেকে পোস্তগোলা পর্যন্ত রাস্তাঘাটের বেহাল অবস্থা যা সংস্কারের দাবিতে গতকাল রোববার এক বিশাল মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনের মাধ্যমে এই প্রতিবাদটির মূল লক্ষ্য ছিল সরকারকে জ্ঞাত করার মধ্য দিয়ে ঢাকা দক্ষিণের লাখ লাখ মানুষের দুঃখ-দুর্দশা ও দূর্ভোগ লাঘব করা। পুরান ঢাকা নাগরিক কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে এই শান্তিপূর্ণ মানববন্ধনে সংগঠনের সভাপতি শেখ ফজলুর রহমান বকুল, সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুবউদ্দিন চৌধুরী, মুজিবুর রহমান খান, রেজাউল করিম বাবু, সাংবাদিক একেএম মহসীন, মো. আবদুল মান্নান ও মাহবুবে মাওলা হিমেলসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতারা বক্তব্য রাখেন। এ ছাড়াও পুরনো ঢাকার গেন্ডারিয়ার লোহারপুলস্থ জহির রায়হান নাট্য মঞ্চ থেকে পোস্তাগোলার সেনানিবাস পর্যন্ত সড়কের অবস্থা দীর্ঘদিন থেকে বেহাল। ভঙ্গুর, খানাখন্দকে ভরপুর এই রাস্তা দিয়ে চলাচল করাই দায় সাধারণ মানুষ, যানবাহন ও এলাকাবাসীদের। প্রতিদিনই এই রাস্তায় ঘটে চলছে অহরহ ছোট-বড় বহু দুর্ঘটনা। এটা রাস্তা তো নয়, যাতায়াতের নাম শুনলেই বুক কাঁপে এলাকাবাসীদের। অসুস্থ রোগী, স্কুলগামী কোমলমতি শিশু শিক্ষার্থী ও বয়স্কদের জন্য ভয়ানক ঝুঁকির মাঝে এই রাস্তা। বিগত ২ বছর যাবৎ এই এলাকার বিধ্বস্ত রাস্তা সংস্কারে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অবহেলায় এলাকাবাসী চরম ক্ষুব্ধ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত