ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

মাদকের ভাগাভাগি নিয়ে বিবাদে শিশুকে হত্যা

মাদকের ভাগাভাগি নিয়ে বিবাদে শিশুকে হত্যা

ঢাকার সাভারে এক শিশুকে (১২) হত্যার ঘটনা ঘটেছে। মাদক সেবনের সময় মাদকের ভাগাভাগি নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে ছুরিকাঘাত করে শিশুটিকে হত্যা করা হয় বলে গ্রেপ্তার আসামি পুলিশকে জানিয়েছে। শিশুটিকে হত্যার ঘটনায় গ্রেপ্তার মো. রাব্বানী মোল্লার (১৮) বাড়ি নওগাঁর মান্দা উপজেলার রামবাড়িতে। তিনি রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করতেন।

মামলার এজাহারে বলা হয়, গত বৃহস্পতিবার বিকেল চারটার দিকে আশুলিয়ার বাসার নিচে খেলতে বের হয় শিশুটি। এরপর সে আর বাসায় ফেরেনি। পরদিন অপরিচিত একটি মুঠোফোন নম্বর থেকে তার বাবার নম্বরে কল করে এক ব্যক্তি মুক্তিপণ দাবি করেন। মুক্তিপণ না দিলে ছেলেকে হত্যার হুমকি দেওয়া হয়।

পুলিশ জানায়, নিহত শিশুটি ও রাব্বানীর মধ্যে বয়সের প্রার্থক্য থাকলেও তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। শিশুটিকে হত্যায় ব্যবহৃত ছুরি জব্দ করা হয়েছে।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক) আরাফাতুল ইসলাম বলেন, শনিবার রাতে আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রাব্বানীকে গ্রেপ্তার করা হয়। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবীর বলেন, মূলত গাঁজা সেবনের সময় ভাগাভাগি নিয়ে চাকু দিয়ে আঘাত করে শিশুটিকে হত্যা করা হয়। নিহত শিশুটির বাবা বলেন, বৃহস্পতিবার বিকেলে বাসার নিচে খেলছিল তাঁর ছেলে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত