চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রলীগের হামলায় আহতদের ভয়ঙ্কর অভিজ্ঞতার ভিডিও আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে এলইডি স্ক্রিনে দেখানো হবে। জুলাই পুনর্জাগরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার অংশ হিসেবে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এদিন ১৫ জুলাই স্মরণে একটি মিউজিক্যাল ভিডিও শেয়ার করা হবে, যার থিম সংগীত ‘আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া’। কর্মসূচি অনুযায়ী, ‘একটি শহিদ পরিবারের সাক্ষ্য’ শীর্ষক ডকুমেন্টারির দ্বিতীয় পর্ব এবং একজন ‘জুলাই যোদ্ধার’ স্মৃতিচারণমূলক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হবে। সব মন্ত্রণালয় ও বিভাগের ফেসবুক পেইজ, ইউটিউব চ্যানেল ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠানগুলো প্রচার করা হবে।