
রংপুর বিভাগের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্টির (আরসিসিআই) ২০২৫-২৭ দ্বি-বার্ষিক মেয়াদি ২৫ সদস্য বিশিষ্ট পরিচালনা পর্ষদের নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মেসার্স জনতা ট্রেডিং এর স্বত্বাধিকারী এমদাদুল হোসেন। এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মেসার্স এমকে ট্রেডার্সের স্বত্বাধিকারী মনজুর আহমেদ ও সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে মেসার্স মডার্ন জুয়েলার্সের স্বত্বাধিকারী মো. এনামুল হক ও মেসার্স বিউটি হার্ডওয়্যার এ্যান্ড টুলসের স্বত্বাধিকারী মো. জুলফিকার আজিজ খান। গতকাল সোমবার রংপুর চেম্বারের আরসিসিআই অডিটরিয়ামে নির্বাচন বিজ্ঞপ্তি ও নির্বাচন তফসিল মোতাবেক আরসিসিআই নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও ন্যাশনাল ব্যাংক লিমিটেড রংপুর শাখার সিনিয়র এ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক মো. সারওয়ার মোর্শেদ রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রির ২০২৫-২৭ দ্বি-বার্ষিক মেয়াদি পরিচালনা পর্ষদের নির্বাচনে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সভাপতি পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় আরসিসিআই নির্বাচন বোর্ডের পক্ষ থেকে রংপুর চেম্বারের সভাপতি পদে এমদাদুল হোসেন, সিনিয়র সহ-সভাপতি পদে মনজুর আহমেদ ও সহ-সভাপতি পদে যথাক্রমে মো. এনামুল হক ও মো. জুলফিকার আজিজ খানকে নির্বাচিত ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন আরসিসিআই নির্বাচন বোর্ডের সদস্য ও এক্সিম ব্যাংক লিমিটেড রংপুর শাখার সিনিয়র এ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আলী জিন্নাহ, আরসিসিআই নির্বাচন বোর্ডের সদস্য ও শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড রংপুর শাখার এ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক মো. করিমুল্লাহ, আরসিসিআই নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান ও জনতা ব্যাংক পিএলসি, রংপুর এরিয়া অফিসের সাবেক ডিজিএম মোহা. মিজানুর রহমান সরকার, আরসিসিআই নির্বাচন আপিল বোর্ডের সদস্য জনতা ব্যাংক পিএলসি বিভাগীয় কার্যালয়ের সাবেক ডিজিএম মো. হাবিবুর রহমান ও আরসিসিআই নির্বাচন আপিল বোর্ডের সদস্য জনতা ব্যাংক পিএলসি বিভাগীয় কার্যালয়ের সাবেক ডিজিএম হাসনীন আখতার খানম। রংপুর চেম্বারের নব নির্বাচিত পরিচালকরা হলেন জেনারেল গ্রুপ থেকে পার্থ বোস, মো. ওবায়দুর রহমান রতন, খন্দকার মাহামুদ ইলাহী (বিপ্লব), মো. কামাল হোসেন, মো. মামুনুর রশিদ, মো. তৌহিদ হোসেন, মো. সাইফুল আলম, আশরাফুল আলম, আলহাজ্ব মো. আব্দুল হালিম, মো. আজিজুল হক, মো. শরিফুল ইসলাম, মো. হারুন-অর-রশিদ, মো. তাইফুর রহমান, মো. শফিকুল ইসলাম মিঠু, এসোসিয়েট গ্রুপ থেকে প্রণয় বনিক, খেমচাঁদ সোমানী (রবি), মো. শফিকুল ইসলাম মনা, মো. রশিদুস সুলতান বাবলু, মো. আব্দুল্লাহেল কাফি (দুদু) ও গোলাম আহমেদ আব্দুল মুকীত এবং ট্রেড গ্রুপ থেকে রংপুর জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. ওয়াসিম বারী রাজ।