বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উদ্যোগে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই ওমেন্স ডে উপলক্ষে র্যালি ও জুলাই গণঅভ্যুত্থানে নারীদের অবদান নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের শহিদ ডা. মিলন হলে এ সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সকালে বিএমইউর বি ব্লকের সামনে থেকে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম নেতৃত্বে একটি র্যালি বের হয়। র্যালিতে প্রো-ভাইস চ্যান্সেলররা, কোষাধ্যক্ষসহ বিএমইউর ঊর্ধ্বতন কর্মকর্তারা, শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্সরা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি