রংপুর বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে, জননী প্রকল্পের সহযোগিতায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গত সোমবার রংপুর বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে জননী প্রকল্পের সহযোগিতায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। জননী প্রকল্পটি কোইকা এর অর্থায়নে, সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের কারিগরি সহায়তায় এবং আরডিআরএস বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত হচ্ছে। এ প্রকল্পের মূল লক্ষ্য হলো মাতৃ মৃত্যু ও নবজাতক মৃত্যুর হার হ্রাস করা এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করা। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিসি, বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব), রংপুর বিভাগ, রংপুর মো. শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক স্বাস্থ্য, রংপুর বিভাগ, রংপুর ডা. মো. ওয়াজেদ আলী। পরিচালক (যুগ্ম সচিব), স্থানীয় সরকার, রংপুর বিভাগ, রংপুর মো. আবু জাফর, জেলা প্রশাসক রংপুর মোহাম্মদ রবিউল ফয়সাল। পরিচালক (উপ-সচিব), বিভাগীয় সমাজ সেবা কার্যালয়, রংপুর বিভাগ, রংপুর মোছা. জিলুফা সুলতানা। আলেচনা সভায় সভাপতিত্ব করেন পরিচালক, পরিবার পরিকল্পনা, রংপুর বিভাগ, রংপুর দেওয়ান মোর্শেদ কামাল। এতে আরও বক্তব্য রাখেন উপ-পরিচালক পরিবার পরিকল্পনা রংপুর মো. সাইফুল ইসলাম, সহকারী পরিচালক, পরিবার পরিকল্পনা, রংপুর মো. শিহাব উদ্দীন শেখ, প্রকল্প পরিচালক, জননী, সেভ দ্যা চিলড্রেন ডা. উজ্জল কুমার রায় এবং প্রকল্প সমন্বয়কারী, জননী, আরডিআরএস বাংলাদেশ মোহাম্মদ ফরাজদুক ভূঞা উপস্থিত ছিলেন।