জুলাই গণঅভ্যুত্থানে যে স্থানে যিনি প্রাণ হারান সে স্থানে ওই শহিদের নামে স্ট্রিট মেমোরি স্ট্যাম্প স্থাপনের কাজ আজ থেকে শুরু হচ্ছে। আয়োজনের মধ্যে রয়েছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেটে শহিদ আবু সাঈদ স্মরণে জুলাইয়ের গান এবং ড্রোন শো। জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে এসব আয়োজন করা হয়েছে। এতে আরও রয়েছে ১৬ জুলাই স্মরণে মিউজিক্যাল ভিডিও শেয়ার। এর থিম মিউজিক হবে ‘কথা ক’। কর্মসূচি অনুযায়ী এ দিনে ‘একটি শহিদ পরিবারের সাক্ষ্য’ ডকুমেন্টারির পার্ট-৩ প্রচার এবং একজন জুলাই যোদ্ধার স্মৃতিচারণের ভিডিও শেয়ার করা হবে। সব মন্ত্রণালয় ও বিভাগের ফেইসবুক পেইজ, ইউটিউব চ্যানেল ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অনুষ্ঠানমালা প্রচার করা হবে, পাশাপাশি সব মোবাইল গ্রাহকের কাছে ভিডিওটির ইউআরএল প্রেরণ করা হবে। এদিনে শিল্পকলার মঞ্চে জুলাইয়ের গল্প বলা অনুষ্ঠান এবং চট্টগ্রামে জুলাইয়ের গান এবং ড্রোন শো’র আয়োজন করা হবে। এই কার্যক্রম আগামী ৫ আগস্ট পর্যন্ত চলবে।