ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

‘র‌্যাবকে মানুষ এখন আস্থা-ভরসার জায়গা মনে করে’

‘র‌্যাবকে মানুষ এখন আস্থা-ভরসার জায়গা মনে করে’

র‌্যাবকে মানুষ এখন আস্থা-ভরসার জায়গা মনে করে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেন, জুলাই বিপ্লবের পরে র‌্যাব একজন মানুষকেও হত্যা করেনি। জুলাই বিপ্লবের পর র‌্যাব কোনো রক্তের হোলি খেলায় মাতেনি বাংলাদেশে; এটাই র‌্যাবের কাছে জনপ্রত্যাশা, এটাই র‌্যাবের প্রচলিত আইন অনুসারে একটি পদযাত্রা। গত সোমবার র‌্যাব সদরদপ্তরে র‌্যাবে কর্মরত সব পদবির কর্মকর্তাকে ‘প্রচলিত আইন, জনপ্রত্যাশা ও র‌্যাবের করণীয়’ বিষয়ে অধিকতর ধারণা প্রদানে আয়োজিত সেমিনারে প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন। অ্যাটর্নি জেনারেল আশাবাদ ব্যক্ত করে বলেন, দেশের প্রচলিত আইনের স্বাভাবিক বিকাশ বজায় রেখে র‌্যাব জনপ্রত্যাশা পূরণ করবে। এ সময় তিনি জনগণের প্রত্যাশার চ্যালেঞ্জকে কীভাবে মোকাবিলা করা যেতে পারে এ বিষয়ক বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত