বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিশ্ব যুব দক্ষতা দিবস ২০২৫ যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে। এই দিবস উদযাপন উপলক্ষে গতকাল ঢাকাস্থ বিনিয়োগ ভবনে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) কর্তৃক এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। ইউনেস্কো-ইউনিভোক কর্তৃক এই দিবসের এবারের প্রতিপাদ্য, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল দক্ষতার মাধ্যমে যুবদের ক্ষমতায়ন’। অনুষ্ঠানে ন্যাশনাল স্কিলস পোর্টালে ‘লাইভ জব অপরচুনিটি’ প্ল্যাটফর্ম উদ্বোধন করা হয়। এছাড়া জাতীয় দক্ষতা প্রতিযোগিতার ২০২৫ চূড়ান্ত বাছাইয়ে ৯টি স্কিলে ১১ জন বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা অনুষ্ঠানে দিবসের প্রতিপাদ্যের উপর প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মোসাদ্দেক খান। এছাড়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. জহুরুল হক এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান প্রবন্ধের ওপর আলোচনা করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি