ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

ঢাকা মেডিকেলে কারাবন্দির মৃত্যু

ঢাকা মেডিকেলে কারাবন্দির মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. সোহেল (৩৫) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে।

গত মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেন। হাসপাতাল সূত্রে জানা যায়, ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে অসুস্থ অবস্থায় মো. সোহেলকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন কারারক্ষী সাদেকুল হোসেন।

দিবাগত রাত ১টা ৫৫ মিনিটের দিকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে সোহেলের মৃত্যু নিশ্চিত করেন। মৃত সোহেল খিলগাঁও থানার একটি মাদক মামলায় কারাগারে ছিলেন। খিলগাঁওয়ের টেকপাড়া মাতব্বর গলিতে থাকতেন তিনি। তার বাবার নাম মৃত আবদুল মালেক। এ বিষয়ে কারারক্ষী সাদেকুল হোসেন বলেন, ‘এক কয়েদি স্ট্রোক করেছেন বলে জানতে পারি। পরে কয়েকজন কারারক্ষী মিলে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে ডাক্তার মৃত্যু নিশ্চিত করেন।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত