চট্টগ্রামের আনোয়ারা থানা পুলিশের অভিযানে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি, অস্ত্র তৈরির ছোট-বড় যন্ত্রাংশ ও নগদ টাকাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. আব্দুল মজিদ (৪১)। তিনি আনোয়ারা থানাধীন বরুমচড়া ১ নম্বর ওয়ার্ডের মৃত হাজি মুসলিম আহমদ চৌধুরীর ছেলে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল। তিনি বলেন, ‘ভোর ৫টায় গোপন সংবাদেরভিত্তিতে জানা যায়, কতিপয় অস্ত্র ব্যবসায়ী আনোয়ারা থানাধীন বরুমচড়া এলাকায় মো. আব্দুল মজিদের বাড়িতে অস্ত্র বেচা-কেনার জন্য অবস্থান করছে। এমন তথ্যেরভিত্তিতে আনোয়ারা থানার ওসি মোহাম্মদ মনির হোসেনের নেতৃত্বে আব্দুল মজিদের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় তার বসতঘর সংলগ্ন পুকুর ঘাটের নিচে মাটিতে পুঁতে রাখা অবস্থায় একটি বিদেশি আগ্নেয়াস্ত্র, একটি কাঠের বাটযুক্ত দেশীয় তৈরি এলজি ও ৮ রাউন্ড কার্তুজ উদ্ধারসহ আব্দুল মজিদকে গ্রেপ্তার করা হয়।’
তিনি আরও জানান, গ্রেপ্তার আব্দুল মজিদের ব্যবহৃত মোবাইল ফোন পর্যালোচনা করে বিভিন্ন মডেলের দেশি-বিদেশি অস্ত্রের ছবি ও ভিডিও পাওয়া যায়। পরে তার বসতঘর তল্লাশি করে অস্ত্র তৈরির ছোট-বড় ১১টি যন্ত্রাংশ, অস্ত্র রাখার একটি স্টিলের বক্স, একটি স্মার্টফোন এবং অস্ত্র ক্রয়-বিক্রয়ের নগদ ৩ লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে আব্দুল মজিদ পুলিশকে জানিয়েছেন, তিনি অজ্ঞাতনামা ব্যক্তিদের সহায়তায় দীর্ঘদিন যাবৎ অস্ত্র ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। জেলা পুলিশ জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে ১৭ জুলাই পর্যন্ত চট্টগ্রাম জেলার ১৭টি থানায় বিভিন্ন অভিযানে ৬৯টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, অন্যান্য দেশীয় অস্ত্র ২৩০টি ও ২০০টি গুলি ও কার্তুজ উদ্ধার এবং ৫২টি অস্ত্র আইনে মামলায় সর্বমোট ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।