ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

এনসিপির কর্মসূচিতে হামলায় জাতীয় সংস্কার জোটের নিন্দা

এনসিপির কর্মসূচিতে হামলায় জাতীয় সংস্কার জোটের নিন্দা

গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে আওয়ামী সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদসহ ৩৫টি দল নিয়ে গঠিত জাতীয় সংস্কার জোট। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন- জাতীয় সংস্কার জোট এর আহ্বায়ক মেজর আমিন আহমেদ আফসারী (অব.), বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ এর চেয়ারম্যান ও জাতীয় সংস্কার জোট এর সদস্য সচিব মো. আব্দুর রহিম, জাতীয় সংস্কার জোট এর প্রধান সমন্বয়ক প্রফেসর এ আর খান, জাতীয় সংস্কার জোট এর নির্বাহী সমন্বয়ক মোহাম্মদ আব্দুল আহাদ নূর।

বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ বলেন, গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ সমাবেশ, রাজনৈতিক কর্মসূচিতে আওয়ামী ফ্যাসিস্ট সন্ত্রাসীরা যেভাবে হামলা চালিয়ে রক্তাক্ত করেছে, তার জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ প্রকাশ এবং প্রকাশ করছি। এটা মতপ্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্রের ওপর নগ্ন আক্রমণ। আওয়ামী ফ্যাসিস্ট স্বৈরশাসনের পতন হয়েছে। দেশের জনগণ আর কখনও সেই ফ্যাসিবাদী দুঃশাসনকে ফিরে আসতে দেবে না। নেতৃবৃন্দ আরও বলেন, দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে হানাহানি বন্ধ করে সুস্থ ধারা ও সৌন্দর্যপূর্ণ রাজনীতি করতে হবে। বিশেষ করে জুলাই ঘোষণাপত্র, পূর্ণাঙ্গ সংস্কার, বিচার, আগে স্থানীয় সরকার নির্বাচন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের ক্ষেত্রে সবাইকে ভূমিকা রাখতে হবে। এসময় তারা আওয়ামী ফ্যাসিবাদ ও তাদের দোসরদের বিরুদ্ধে দুর্ভেদ্য জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত