ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

শহরের জন্য কাজ করা ব্যক্তি-প্রতিষ্ঠানকে নাগরিক পদক দেবে ডিএনসিসি

শহরের জন্য কাজ করা ব্যক্তি-প্রতিষ্ঠানকে নাগরিক পদক দেবে ডিএনসিসি

ঢাকা শহরকে বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে যেসব নাগরিক এবং প্রতিষ্ঠান বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছেন তাদের স্বীকৃতি দিতে ‘নাগরিক পদক ২০২৫’ প্রদানের উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। প্রথমবারের মতো ডিএনসিসি এই নাগরিক পদক দিতে যাচ্ছে। নগর উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, সামাজিক সেবা ও জনসচেতনতা বৃদ্ধিতে অবদান রাখা নাগরিক, প্রতিষ্ঠান ও সংগঠনকে এ পদক প্রদান করা হবে। ‘আমার শহর, আমার দায়িত্ব’ এই প্রতিপাদ্যকে সামনে একটি দায়িত্বশীল নাগরিক সমাজ গড়ে তুলতে ডিএনসিসি এ আয়োজন করেছে। গুলশানে ডিএনসিসির নগরভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নগরবাসীকে আহ্বান জানিয়ে বলা হয়, আপনার দায়িত্বপূর্ণ কর্মকাণ্ডকে প্রকাশ্যে আনুন, সমাজের জন্য আপনার অবদানকে সম্মান জানান। নাগরিক পদক ২০২৫ সেই সম্মান যেখানে দায়িত্ব থেকেই গড়ে ওঠে গৌরব। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত