দেশের বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের ২য় দিন গতকাল বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ অস্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে যথাযথ মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫, ‘জুলাই যোদ্ধাদের জুলাইয়ের গল্প বলা’ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব মেরিটাইম বিজনেস স্টাডিজ এর ডিন এবং ডিন্স কমিটির চেয়ারম্যান কমডোর মো. নিয়ামুল হাসান, (এল), বিএন উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, জুলাই গণঅভ্যুত্থানে বিশ্ববিদ্যালয়ের সম্মুখযোদ্ধা আহত শিক্ষার্থীরা ও অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে নির্মিত চলচ্চিত্র প্রদর্শন করা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি