মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা ও যৌথ গবেষণার সুযোগ-সুবিধা বৃদ্ধির পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। বাংলাদেশ ও মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আন্তর্জাতিক সহযোগিতা এবং নেটওয়ার্কিং বিষয়ে এক যৌথ নেটওয়ার্কিং সভায় এ উদ্যোগ নেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার ইউজিসিতে অনুষ্ঠিত নেটওয়ার্কিং সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এসএমএ ফায়েজ। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত মোহাম্মদ সুহাদা ওসমান, ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রফেসর ড. মো. সাইদুর রহমান ও প্রফেসর ড. মাছুমা হাবিব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশ ও মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বৃত্তির সুযোগ-সুবিধা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ মাস্টার্স, পিএইচডি ও পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম চালু, বায়োটেকনোলজি ও হেলথ সায়েন্সেস গবেষণায় সহযোগিতা, ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লিংকেজ বৃদ্ধি, ভাষা ও সংস্কৃতির বিনিময়, যৌথ গবেষণা আবেদন আহ্বান, উচ্চশিক্ষায় সুশাসন নিয়ে পলিসি ডায়ালগ আয়োজন ও জলবায়ু স্থিতিস্থাপকতা জোরদার বিষয়ে আলোচনা করা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি