ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

এমআইএসটিতে আন্তর্জাতিক সম্মেলন

এমআইএসটিতে আন্তর্জাতিক সম্মেলন

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) যন্ত্রকৌশল ও প্রয়োগিক বিজ্ঞান বিষয়ক তিন দিনব্যাপী তৃতীয় ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপলাইড সায়েন্স (আইসিএমইএএস) শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন হয়েছে। গতকাল বৃহস্পতিবার এমআইএসটিতে এর উদ্বোধন করা হয়। সম্মেলনটি শেষ হবে আগামীকাল। এই সম্মেলন পূর্ববর্তী সফল আয়োজনগুলোর ধারাবাহিকতা হিসেবে অনুষ্ঠিত হচ্ছে। যার মূল লক্ষ্য হলো বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতনামা গবেষক, বিজ্ঞানী, শিক্ষাবিদ ও শিল্পখাতের বিশেষজ্ঞদের একত্রিত করে গবেষণা ও অভিজ্ঞতা বিনিময়ের একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম তৈরি করা। এই সম্মেলনের মাধ্যমে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ব্রুনেই, মিশর, কানাডা, আয়ারল্যান্ড, জাপান, কাজাখস্তান, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, ভারত, সিঙ্গাপুর, চীন এবং বাংলাদেশের নবীন গবেষক ও বিজ্ঞানীরা বিশ্বমানের একটি বুদ্ধিবৃত্তিক পরিমণ্ডলে নিজেদের প্রকাশের সুযোগ পাবেন এবং অভিজ্ঞ গবেষকদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ লাভ করবেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত