ঢাকা শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘এফএসবি-ইয়ং ফিশারিজ স্টুডেন্টস কংগ্রেস’ অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘এফএসবি-ইয়ং ফিশারিজ স্টুডেন্টস কংগ্রেস’ অনুষ্ঠিত

এফএসবি-ইয়ং ফিশারিজ স্টুডেন্টস কংগ্রেস (FSB-Young Fisheries Students Congress) গতকাল ০৮ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হয়েছে। ‘Fisheries Students : The Future Leaders in Innovation and Entrepreneurship’ প্রতিপাদ্য নিয়ে এই কংগ্রেস আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ঢাকা বিশ্ববিদ্যালয় মৎস্যবিজ্ঞান বিভাগ, ফিশারিজ সোসাইটি অব বাংলাদেশ (এফএসবি) এবং বাংলাদেশ ফিশারিজ এক্সিকিউটিভ এসোসিয়েশন (বিএফইএ) যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে। মৎস্যবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মামুন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জিয়া হায়দার চৌধুরী এবং বিএফইএ-এর মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একে ফজলুল হক ভূঁইয়া। ওয়ার্ল্ড ফিশ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ফারুক-উল ইসলাম, ফিশারিজ সোসাইটি অব বাংলাদেশ-এর সভাপতি অধ্যাপক ড. মো. আবুল মনসুর এবং সম্পাদক অধ্যাপক ড. এসএম রফিকুজ্জামান শুভেচ্ছা বক্তব্য দেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত